স্বপনে-স্বপনে, কত দিবা-নিশি জাগরণে
হৃদয়ের সঙ্গোপনে, হারিয়ে যায় বঙ্গ পানে
সারি সারি বৃক্ষরাজি, কত যে রূপ তাহারই  
তাল-তমাল অরণ্যে ঘেরা, কত যে বন-বাহারি ।।


নয়নে নয়নে, কত স্মৃতি ভাসে মনে
বসে বসে আনমনে, ফিরে যায় ক্ষণে ক্ষণে
সুখস্মৃতি কতশত, অনন্ত জুড়ে সতত
দলে দলে অবিরত, দুঃখ স্মৃতি পুড়ায় ক্ষত ।।  


পরাণে পরাণে, ভালবাসি তাঁরে অনিবারে
গানে গানে সানন্দে, মন জুড়ায় তব দ্বারে
মায়াময় ছায়াময়, কত যে দৃশ্যময়
রূপ লাবণ্যে ভরা, এমন কি আর দেশ হয় ।।


কাননে কাননে, কত ফুল যে সেথায় ফুটেরে
মৌ মৌ গন্ধে প্রাণ যে সেথায় জুড়ায়রে  
সবুজে সবুজে ফসলের মাঠ সব ভরেরে  
গগনে গরজে, কত ঘন ঘটা ঝড়েরে ।।


যতনে যতনে,রেখেছি তাঁরে মনের মন্দিরে
ঘুরে ফিরে,ফিরবো একদিন সেই চির-চেনা নীড়ে
নদী-নালা, খাল-বিল, কত যে আছে ঝিল
আমারও দেশের সাথে হবেনা কিছুরই মিল ।।


তারিখঃ ০৯-২৭-২০২০