নদীকে অনুকরণ করে নদীরই দেখানো পথ ছুঁয়ে
সমুদ্রে মিশে যেতে চাওয়া কি অপরাধ হবে
তখন যদি হটাৎ পথের শেষে
       কেউ আমায় নাম জিজ্ঞাসা করে নেই
কী বলবো―
আমি কি শুধুই নদী নাকি
       তলিয়ে যাওয়া দেহ  


একটা কুমোর যেমন করে গভীর অনুভূতি বিছিয়ে
            কোমলতা দিয়ে মাটিকে গঠনে রূপ দেয়
ঠিক সেভাবেই বাঁধন খোলার চেষ্টায় আছি
পথের মাঝখানে ভেসে ওঠা নতুন ভাবনাগুলোকে
এভাবেই কেন আজও গভীরে ভেবে উঠি
       প্রেম নয় আমার সংগ্রহে থাকুক
         কষ্ট আর কিছু ব্যথায় লেগে থাকা বেদনা কিছু
তবেই আমার চোখের ওপর
ভেসে উঠবে বিচ্ছুরিত শব্দের মরীচিকা...
         সাজিয়েছি ফুলদানি
     এবার হয়তো
   আমার নিজস্ব বিকেল আবার ফিরে পাবো...