বুকের তোরঙ্গে ঊর্মিকামরা হারানো মানুষ, প্রস্থানের আগে চাঁদের আলোয় খুঁড়িয়ে খুঁড়িয়ে ক্রাচের পদপাতে অসুখী মৃত্যুর ঝিলিক নরকসংসারে । ঘাটে নষ্ট জাহাজ, দুর্বিপাকে শীতার্ত শালিক, ডানাভাঙা দিনে নদীকূলে সে বিষণ্ন শেমিজ । রূপকথায় জোনাকিদের মুহূর্ত প্রসন্ন কমলালেবুর ঊনপঞ্চাশটি সরাইখানা ।