তুমি আসবে বলে,রবীন্দ্রনাথ
একটা কবিতাও লিখিনি।
তুমি আসবে বলে,দুঃখু মিয়া
স্কুলেতে যায়নি।
তুমি আসবে বলে,সুকান্ত
চিন্তিত গালে হাত।
তুুমি আসবে বলে,বিদ্যাসাগর
মানিনি কোনো জাত।
তুমি আসবে বলে,জীবনানন্দ
বনলতাকে ডাকেনি।
তুমি আসবে বলে,জয়নুল
কোনো ছবি আঁকেনি।
তুমি আসবে বলে,শরৎচন্দ্রের
মহেশ ঘাস খায়নি।
তুমি আসবে বলে,জসীমঊদ্দীন
পল্লীগ্রামে যায়নি।
তুমি আসবে বলে,মধুুসূদন
কপোতাক্ষে ভাসিনি।
তুমি আসবে বলে,দীনবন্ধু
নীলদর্পন খুলিনি।
তুমি আসবে বলে,অমাবশ্যাতেও
চাঁদটি ডুবে যায়নি।
তুুমি আসবে বলে,বিশ্ববাসী
একটু ও আজ ঘুমায়নি।।