দেশের গর্ব সোনার ছেলে
বলছে শুনি যখন তখন।
ফুটপাতের ঐ ছোট্ট সোনা
অবহেলিত জীর্ন চেহারা।
তোমাদের আছে দালান,কোঠা
ওদের তো নাই ছিটেফোটা
আহা রে সোনার বাংলা।
টাকা ওরে পার্কে
রেস্তোরা আর মার্কেটে।
গাড়ি-বাড়ি আছে তাই
সম্মান বেশি পাই।
টাকা নাই তাই আজ
ফুটপাত ফাঁকা নাই।
ধর ধর চোর ধর
এইতো পকেটমার।
টাকা আছে ফাঁকা আছে
ফ্লাট আছে গোছে গোছে।
অফিসের বড় বস
টাকা খায় কচকচ।
বড় বড় ঘুষখোর
আছে টাকার জোর।
মামা আছে,খালু আছে
তাই চাকরি ও আছে।
দূর্নীতির শিখরে দুই পায়ে দাঁড়িয়ে
দেশটাকে দাঁত দিয়ে খাচ্ছে যে চিঁবিয়ে।
দেশ দেশ আহা বেশ
এ দেখি সবই শেষ।
মঞ্চটাকে সাজিয়ে দুই হাত বাজিয়ে
এসো বলি এরাই তো সোনার ছেলে।।