এক টুকরো স্মৃতি আঁকড়ে
বেঁচে থাকার যন্ত্রণা ,
কোনও দোষ না করেও
কারও চোখে দোষী ,
মুখ বুঝে সহ্য করা সব তিরস্কার
চোখের সামনে ভেঙে যাওয়া সুন্দর ভবিষ্যত
এত কিছুর পরেও —
জীবনে আর কিসের ঝড় উঠবে  ?


এ ঝড়কে আমি ভয় পাই না ,
আমি জানি ; এই ঝড় সরিয়ে দেবে
জীবনে জমে থাকা সব কালো মেঘ ।
তারপর আসবে বৃষ্টি
আমাকে ভেজাবে
ধুয়ে দেবে পুরাতন দাগ।