এই ফুলের কুঁড়ি তুমি ফুটতে দিও
আমাকে নষ্ট করো না,
মিথ্যা কোনও অজুহাতে
আমায় ছুঁড়ে ফেল না।
আমিও বাঁচতে চাই,
মাধবীলতার মতই বেড়ে উঠে
আমিও ফোটাতে চাই ফুল।
আমি নদীর মতই
বয়ে নিয়ে যেতে চাই
তোমার বংশের ধারা।
আজকে তুমি কুসুম কলির
একটা কথা রাখো----মা,
মিথ্যা কোনও গর্ভপাতে
আমায় নষ্ট করো না।