দশটা টাকা দে ভাত খাব,
কে যেন আমার হাতটা ধরল
আমি সঙ্গতি ফিরে পেলাম,
কল্পনার জগৎ থেকে
বাস্তবের মাটিতে পা রাখলাম।
কিছুটা অভ্যেসের বশেই
একটা কয়েন বাড়িয়ে দিলাম
ছেলেটি নিল না,
তার দশটা টাকাই চাই।
পাশ থেকে শুনলাম
এক ভদ্রবাণী-
একটা টাকাও দেবেন না,
এরা নেশা করবে।
সত্যিটা আমি জানি না,
শুধু জানি
টাকাটা তাকে দিতে পারিনি।
হয়তো সত্যিই ছেলেটা
এখনও না খেয়ে ঘুরছে রাস্তায়
দশটা টাকার আশায়।