শুধুই প্রাণের ভয়,
জীবনে কোনও রকম বেঁচে থাকার জন্য,
দু'মুঠো খাবারের আশায়
মরু বালি ছেড়ে আজ
কোনও ক্রমে ভেসে গেছি
সাগরের বুকে।
কীসের জিহাদ,
যার কোনও উদ্দেশ্যই আমি খুঁজে পাই না।
মরু বালি আজও উত্তপ্ত
গোলা বারুদ আর উষ্ম তাজা রক্তে।
দিশাহীন পথে
এ ভাবে যায় না চলা,
নেমে আসুক শীতল জ্যোৎস্না রাত
পথ দেখাক
উষ্ম মরুর বুকে।