ভেজা চোখে একটা দেশ খুঁজছে
মরুভূমির রক্তনদী পেরিয়ে আসা লোকগুলি।
প্রকৃতির শত অত্যাচার তারা সহ্য করেছে।
তারা আগুন-রোদে পুড়েছে,
হাড় হিম করা শীতলতায় সারা রাত কেঁপেছে,
সময় মতো পায়নি পিপাসার জল,
তবুও কোনও দিন
মরুভূমি ছেড়ে চলে যায় নি।
তারা অনেক সহ্য করেছে
আর নয়।
চোখের সামনে দেখতে পারে নি
মেয়েদের মৃত্যুর বীভৎষতা,
শিশুদের রক্তে খেলা হোলি।
ভেজা চোখেই তারা আজ
শান্তির একটা দেশ খুঁজছে।