রাতের অন্ধকারে মোড়া
এ কোন সকালের হাতছানি
আমার দম বন্ধ করে ।
অবাধ্য হেঁয়ালিপনা,
এ কোন পরকীয়ায়
সমাজ হারিয়ে যায় ?
মেঘের আড়ালে মুখ লুকানো
তারারা উঁকি দিয়ে
কী যেন দেখতে চায় ?
কোনও বিশ্রাম না নেওয়া
দীর্ঘপথ পেরিয়ে আসা সময়
কোন পথে এগিয়ে যায়
আমি বুঝতে পারি না,
শুরু হয়ে যায় যুগান্তর ।