পৃথিবীটা মানুষের উপনিবেশ,
পৃথিবীর বাকি সব কিছুই
আজ পরাধীন।
বন্যেরা বনে কোনঠাসা,
পাখিদের ওড়ার অধিকার
অনেক কম।
সমুদ্র-পর্বত-নদী
লুন্ঠিত হয়ে আজ
করে অস্তিত্বের সংগ্রাম,
সুনামী-ভূমিকম্প-বন্যারা
আজ সন্ত্রাস করে,
খোঁজে বিপ্লবী অভিধান।
পৃথিবীটা মানুষের উপনিবেশ
হয়তো আর থাকবে না,
চিরতরে মুছে যাবে কোনও দিন।
খাঁচায় বন্দী করে করো না শোষণ,
পৃথিবী বাঁচাও, সবাইকে বাঁচতে দাও
হাতে আছে এখনও অনেকগুলি দিন।