ইতিহাসের বয়ে চলার এক নীরব সাক্ষী আমি,
আমারই সামনে ঘটেছে ঘটনা
তবুও আমি নিবাক।
মুখ ফুটে কাউকে কিছু বলতে পারিনি,
নিজের মুখ দিয়ে
নিজেকেও নয়।


অজানা এক ভয়ে
মমত্ব চাপা পড়েছিল পাথরে,
ভালোবাসা হয়েছিল ধিক্কার,
চোখের জল বাধা মানে নি।


আজ আমি সত্যিই খুব ভালো আছি
ঘৃণার রাজ্যে বহুদিন প্রবাসী,
তবু মন চায় প্রেম
হৃদয়ের রাজ্যে বানভাসি।