টাকাটা খুবই জরুরী জিনিস, টাকাটা ভীষণ দামী;
সেই তাগিদে নিজেকে অবধি বিক্রি করেছি আমি।


নাহলে কি আর নির্বোধ নাকি! বুঝি তো আমরা সবই
কত তেল দিয়ে কত কি যে করি, যাতে না ভোলেন ভবী।


আপনারা, যারা চাকরি করেন, অথবা করেন বেওসা-
কি করে বোঝাবো, জীবন চালাতে আমাদের কি সমস্যা!


মুখে রঙ মাখি, নয় কাক আঁকি, কাগজেতে লিখি পদ্য;
যে যাই করি, চোখ বুজে বলি, 'উনি'-ই অনবদ্য।


মোটা মাসোহারা, বুদ্ধির ভাড়া, পেয়ে থাকি নিশ্চিন্তে;
সুশীল থেকে কুশীল হয়ে কি হব নির্বাসিত কিষ্কিন্ধ্যেয়!


নাহয় খানিক চেয়ার মুছেছি, করেছি কা কা, ছি ছি
ত্যাঁদড়, ভোঁদড়, মূর্খ বাঁদর, গলাগলি করে রয়েছি


গলা ছেড়ে বলি, 'উনি' ছাড়া সব বদমাইশের বালতি
ত্রিশূলে বলেছি কন্ডোম পরাও, লিখেছি 'শাসকের প্রতি'।


কখনো যদি বা 'ওদিকে' গিয়েছি, দিয়েছি খানিক গালি;
ফেলা থুতু চেটে, ভুল শুধরেছি, রাখিনি গোয়াল খালি।


সব ঠিকই আছে, গোলে হরিবোলে এভাবেই যাবে কেটে;
শুধু প্রতিভা-টোতিভা গেছে ভোঁতা মেরে, ওনার চটি চেটে।