সুস্থ দেহ, সুস্থ মন
চাই সবার জন্য সুস্থতা -
পাঁজরে এই বিশ্বাস ভরে
একুশে দিলাম পাড়ি।


বন্ধ শহর, রুদ্ধ জীবন
রুজি হারানো মানুষজন
রোগের ভয়, সংক্রমণ
তার চাইতেও অধিক চিন্তা
এ দেশ নাকি আমার না!
ধর্ম যখন মানুষ খায়
মানবধর্ম মুখ লুকোয়!


বিশের বিষ ফুরোক বিশেই
নীলকন্ঠ হয়ে নিক বিদায়
একুশ আসুক ভরসা হয়ে
মনুষ্যত্বের হোক বিজয়।


সবার ভাঁড়ার পূর্ণ থাক
অন্নচিন্তা দূরে যাক
সবুজ পৃথিবী, সবুজ মন
এক আকাশের নীচে
সবাই ভুবনডাঙায় আপনজন


হাতে হাত রেখে নিই শপথ
মারণ রোগকে করবো জয়
সবাই মিলে দেবোই রুখে
মৃত্যু মিছিল, এ নিশ্চয়।


মানবতাই ধর্ম হোক
বিশ্ব জুড়ে এক চেতন
একুশ আসুক সাহস হয়ে
ধরিত্রী হোক এক উঠোন।।