'বলো, কি দেবে আমায়'


'কি চাও, বলো'


'চাহিদা তো কিছু নেই'


'কি দিতে পারি তোমায়'


'তুমি যা দেবে, যা দিতে চাও
অথবা, যদি কিছু নাও দিতে চাও
তোমার অযাচিত দয়ার দান,
সমর্পণ বা প্রত্যাখ্যান, সবটুকু
গ্রহণ করে কৃতার্থ হতে দাও'


'তোমাকে অদেয় কিছু তো নেই'


'অথচ, দুহাত আমার ভরলো না তাও'


'নিঃশেষে উজার করে রিক্ত হয়ে
পূর্ণ হতে চেয়েছি - এ তো মিথ্যে নয়!
এখনো রয়েছে কিছু বাকী?'


'আমাকে নিয়ে তোমার অহংকার
ঈর্ষা আর অধিকারবোধ -
বলো, পারো কি দিতে!'


'শেষ হবে দেওয়া নেওয়া
দিয়ে এই অবশেষ, তারপর
মিশে যাবো একাত্মে লীন হয়ে,
সব তর্ক হবে সমাধান'।।