যে পথে ঢুকেছিলে ব্যূহে
সে পথেই ফিরে এলে শৈশবে;
লাঙলের ফলায় তুলে নিয়ে এলে
ভবিষ্যৎ প্রজন্ম।
পাকে পাকে জড়িয়ে লেত্তি,
চাবি ঘুরিয়ে দম..
নিপুণ কেরামতিতে ছুড়ে দিলে অজানার বুকে;
এক বাঁধন কেটে
জট পাকালে হাজারো বন্ধনে।
মলাট উল্টে প্রথম পাতায় সূচীপত্র,
মাস্তুলে লুকোনো উপসংহার
আর দু মুঠো সংস্কার ছড়িয়ে
ঠেলে দিলে সম্ভাবনার অকূলে;
তারপর, দুই হাতে তালি দিয়ে
অসম্ভব কৌতুকে মুখ ভাসিয়ে
অট্টহাস্যে জানিয়ে দিলে -
শুরু হয়েছে ভানুমতীর নতুন খেলা!