একটা রোদ ঝক্‌ঝকে সকাল
মানেই এসেছে শরৎকাল
একটা নীলে কাচা আকাশ
আর, নদীর ধারে কাশ
ঢাকের ড্যাম-কুড়-কুড় বাদ্যি
(পড়ায়) মন বসায় কার সাধ্যি
শালুক পদ্ম ফোটা বিল
উৎসবে সকলেই সামিল
একটা পুজো পুজো গন্ধ
সবার বুক ভরা আনন্দ
কাক ভোরে ঘুম চোখে মহালয়া
(আর) পুজোসংখ্যা শারদীয়া
এখন উড়ু উড়ু মন
ঠাকুর আসবে কতক্ষণ
সিদুরখেলা, দেবীবরণ
অনুষঙ্গ - বিসর্জন।