৷৷ ১ ৷৷
সময়ের সাথে চলতে শিখে নাও
নয়তো, সময়কে শেখাও চলতে সাথে
বন্ধুর পথের দোষ দিও না
বন্ধুরতা কে বন্ধু বানাতে শেখো


৷৷ ২ ৷৷
শুনতে পেলাম, সমুদ্রে
নাকি আসছে বিরাট ঝড়
মাঝি হে, নৌকা ফেরাও
ঝড়কে ডেকে নিয়ে
যাবো আমার ঘর।


৷৷ ৩ ৷৷
যায় যদি হারিয়ে সবই,
যাকগে;
শুধু, যে তোর চোখের
দু ফোঁটা জলে, কালাপানি
পেরোনোর সাহস দেখিয়েছে;
সে যেনো না হারায়,
দেখিস!