ঘোড়ার উপর হারিয়ে যাওয়া মানুষ
যেমন হয়
একটি হারিয়ে যাওয়া পৃথিবী আরো হারাচ্ছে
বাতাসে এক মিলিয়ন শ্বাস


পতিতারা বাদুড়ের মতো ঘুরে বেড়ায়
চোখের অন্ধ রা যা দেখে
আমরা আগামীকাল লালনপালন করছি
আজকের জীবন্ত হুমকির উপর


আমরা খড়কুটো এবং ভেজা ইটের সাম্রাজ্য তৈরি করছি
আমাদের জীবনে একটি জ্বলন্ত দাগ রয়ে গেছে
আমাদের ঘৃণা যে কতটা বিধর্মী তা কেউ ভুলে যায়নি
আমরা মৃত্যু হাতে নিয়ে জন্মেছি


কৎবেল গাছের অসহায়তা
প্রগতির স্বপ্ন
দয়ালু মৃত্যু


আমরা মায়ের বুক থেকে শোকাশ্রু কুরিয়ে এনে
কলাপাতায় পরিবেশন করছি


মাটির গহ্বরে পারমানবিক অস্ত্র, মেজরের পদাঙ্ক
স্বজনহারা কান্না, ক্যাপ্টেনের কণ্ঠ.


ঘোড়ার উপর হারিয়ে যাওয়া মানুষ যেমন হয়...


---------------------------------------
23/11/2020(০৭অগ্রহায়ন ১৪২৭)