আমাকে বিশ্বাস করো তুমি
আগুন কখনো মিথ্যা বলে না মাটি
আমিহীন আমিটাকে আজ রাখি কোথায়?
যারা নিচু স্বরে কথা বলে তারা বহিরাগত
তারা ভীতু


আমার কবর খুঁড়ে একটা একটা করে খুলে নাও পাঁজরের হাড়
তারপর আমার শব তুলে রাখো শূন্যতার পায়ের নিচে
চিরাগ জ্বালাতে তুমি অপেক্ষায় আছো কতকাল?
এ জন্ম গিয়েছে আর এক জন্ম যাবে
তবু
তবু নিচু স্বরে বলা, আমি তো থেকে যেতেই চাই
তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে
যদিও আমার চলে যাওয়া নিয়ে বিলাপ করো না তুমি।


এমন বৃষ্টির দিনে আমার কবরে ঘাস জন্মায়
ফুল ফুটে, লাল, নীল, সবুজ,


আমাকে বিশ্বাস করো তুমি
মাটি কখনো মিথ্যে বলে না আগুন
আমিহীন আমিটাকে আজ রাখি কোথায়?
----------------------------------------
27/5/2021