ক্রমাগত মাটির আকাশে ঘনীভূত হয়ে ওঠে তরঙ্গের রক্ত ক্রন্দন
গাঙচিলের ঠোঁটে বিষন্ন দুধেল ধানের ডগা
হিজলের বনে ছুটে চলে ভোরের হরিন।


শারীরিক কসরৎ, সার্কাস সব যেন গঞ্জনা
নিজানন্দে স্বার্থপর মানুষ
প্লুমেরিয়া গাছের চূড়োয় বসে কাজল চোখের মেয়ে।


একতাল মেঘ জমেছে সমকামীর বুকে
কিংকর্তব্যবিমূঢ দাঁড়িয়ে বাঁশবন, ট্রাক ড্রাইভার
ভার্চুয়াল মুখোশ, চোখের ভাঁজে লিপলক ছেয়ে আছে।


শরীরের তামাটে জলে গ্রিলের প্রতিবন্ধকতা ঢেকে দেয় বাক্চাতুরী
পৃথিবী ক্ষয়ে যাচ্ছে প্রেমিকার শারীরিক ঘরে
ঐন্দ্রজালিক পরশ
সধবার সিঁথির সিঁদুর কেবল অতীতের মগজাস্র।


কচুপাতার জলে এখনো ভাসছে তেপান্তরের মাঠ
হ্যালুসিনেশন ফ্ল্যাটে অতৃপ্তির ঢেকুর।


লহো প্রণাম হে বেশ্যা
মনেটের আঁকা সেই সত্যিকারের স্বর্গীয় নরক
এই মায়া চোখে প্রতিহিংসার আগুন।।


--------------------------------/------
13/7/2020(২৮আষাঢ় ১৪২৭)