আগুনপাখি মেঘ
মৃত শহরের বুকে নিখোঁজ বিজ্ঞপ্তির জল্পনা
চিরকুটে শঙ্খের মর্মর্ধনি লিখে ছেড়ে দিলাম পাখির ছাইরঙা ডানায়
সদ্য পোতা ধানের বীজে যে সবুজের উন্মুখ স্তন
তা আর কোথায়?


নীল চোখ
আমার শরীরে এখন দুটো মানুষ
বালতি বালতি রক্ত আমার মানুষরূপী শরীরে
সেখানে সাঁতার কাটছে আমাদের পূর্বপুরুষ
পিঠে চাকা চাকা দাগ


তোমাকে ভালোবাসি না তাই বাসছি
এমন ছিলো পরিস্থিতি
আজকাল আর চোখে দেখতে পায়না তেমন
তাই চশমা পড়েছি
যার রং কালো


আমি দুধ পান করছি, মুখে গোল্ডফ্লেক, হাতে কবিতার জন্য কলম
আর ক্ষুধার্ত মাছিরা আমার গ্লাসের চারপাশে ভনভন করে ঘুরে বেড়াচ্ছে
ঠিক আমারই ভেতরে থাকা আর এক ক্ষুধার্ত মানুষের মতো।


---------------------------------------6/2/21(২৩ মাঘ )