ছেলেটা রং পেনসিল দিয়ে ছবি আঁকছিলো।
বললাম নদী আঁকো দেখি। সে আমার চোখ আঁকলো।
বেশ অবাক হলাম। এবার বললাম একটা গাছ আঁকো দেখি
সে মায়ের ছবি আঁকলো।
ছেলেটার চোখে এক বিহঙ্গবেলা।
শূন্যতার ভেতর একে চলেছে একের পর এক অবিচুয়ারি শূন্যতা।
বললাম দুঃখ আঁকো
সে বাবার ছবি আঁকলো।


ছেলেটার পেটে আঠারো হাজার ভাতের থালা।
বললাম মুক্তি আঁকো
এবার সে পাখির খাঁচা  আঁকলো
শিকল আঁকলো।
আমি আর না থাকতে পেরে
বললাম
তুমি সবকিছু কেন উল্টো আঁকছো?


ছেলেটা বললো আমি বেদুইন
আমি ফিরিঙ্গি
আবারো অবাক হলাম
এবার বললাম প্রেমিকার ছবি আঁকো
সে হরিণ আঁকলো
জলজখেয়া আঁকলো
মাছ আঁকলো।


এবার বললাম  
ঈশ্বর আঁকো
এবার আঠারো রং পেন্সিলের কালি শেষ হলো
খাতার ওপর হিজিবিজি আঁকিবুকি
সে ব্যর্থ হলো।
তার ব্যর্থতায় আমি আরো অবাক হলাম।


----------------------------------------
আসানসোল /পশ্চিম বর্ধমান
20/9/2021