এ তো তুমি নও, যাকে আমি আবিষ্কার করেছি সূচি, কুমারী গহন, গম্ভীর
এসো, আমরা অনেকদিন চোখে চোখ রাখিনি নেশাতুর
আমাদেরও কথা হোক এমন ললিতসন্ধ্যায়
কেউ আমার মুখ দেখে না স্ফুরিত আনন্দে
কেউ আমাকে ভালোবেসে যেতে চাইনা নির্বাসনে..


এমন শরীরসঙ্গহারা
এমন ত্রাস
এমন ঠোঁটের ভিতরে মার্চিং সং
জলের উপর পাথর আর শূন্যে নৌকা ভেসে ওঠা
এ সবই অন্ধকারের প্রহসন
ডানায় ডানায় শ্লথপালক


আমার উড্ডীন দুইচোখে দুঃখ লিখে যাই জলের অক্ষরে
এবার আমার শব ভাসিয়ে দাও সেই জলে
পৃথিবী তার সম্বিৎ হারিয়ে ফেলেছে
তুমি
ভাবছো তুমি কি বলবে আমায়?
আমি অন্ধকারের মানুষ
আমি আলো ভয় পাই
তাই আমাকে উঠিয় না আর
জাগিয়ো না এই শ্লথ শরীর
আমি অন্ধকারের মানুষ।
----------------------------------------
30/5/2021