আমি ডুবে যাই নিবিড়ে নিমগ্ন দিনের আলোর গভীরে
ওরা কেবল আমাকে নিয়ে হাসাহাসি করে
আমার পাথরপ্রকীর্ণ দুঃখ
বুকের ভেতর শরিকের দীঘি
অন্ধকারে ডানা ঝাপটায় কবুতর।


আমার শরীরের মাংসপিন্ড গলে গলে পড়ছে
কেউ কেউ বলছে --"ইয়ে তো পহেলা ঝাঁকি হ্যায় "
এইসব স্মৃতি কাতরতার গল্প
এইসব মৃত শবের উপর দুঃখের খঞ্জনি বাজতে থাকে
আমি এমন  জীবন মানি না।


শোনো ইডিপাস মানুষ মানুষের মাংস খাই
একটু ভালো করে লক্ষ করলেই দেখতে পাবে
তুমি অন্ধ তাই হয়তো জানো না
আমার মায়ের রক্ত মেখে আমি পঁচিশটি ভাষায় কবিতা লিখি
অক্ষরে অক্ষরে সৃষ্টি করি শূন্যতা।


তোমার আর আমার ভিতরে যে দুমহাদেশের স্তব্ধতা
যে আলো থেকে অন্ধকারে দৃষ্টি দেয় ভরে
নক্ষত্রে নক্ষত্রে স্তনন শোনায় যতদূর
একশো ব্যঞ্জনে দুঃখের ঢেউ উঠছে শপাং শব্দে
তবুও বলি আমার হেরে যাওয়া সাজে না
আমি চণ্ডাল
তুমি অন্ধ তাই হয়তো জানো না।


-----------------------------------------
2/6/2021