অশুচি আমি, আমার মেদুর কান্না
সমস্ত শরীর জুড়ে জেগে থাকে দুঃখের প্রহরী
আয়নার সামনে দাঁড়ালে শরীরের অন্তরালে ভেঙ্গে বলি
এ তো আমি নয় যাকে আমি রোজ কাঁদতে দেখি স্তব্ধ রাতে
সিগারেটের মতো ফুরিয়ে যায়
চোখে চোখে লেগে যায় আগুন
হাতে পায়ে লেগে যায় ধোঁয়া।


নিজের সাথে দেখাশোনা নেই বহুকাল
শোনো তুমি, এ -ও এক ফুরিয়ে আসা নিঃস্ব দেহ
আমার মুখের দিকে তাকিয়ে যে ভিখারি ভিক্ষা চাইতে লজ্জা পায়
আমি আজ তার কাছে ঋণী
তবুও একজন নেই
যে দ্রুত ছিঁড়ে দেবে দড়ি
মুখের কাছে সূরা এনে জাগিয়ে দেবে প্রণয়িনী।


ওরা নির্বোধ বলে, ঢিল ছুড়ে, মুখে থুতু দেয়
আমি আর পারছি না শিরা, ধমনী,
আজ অভিশাপ দিই নিজেকে
একা হও, পাথর হও, আগুন হও
শুধু হয়ো না মাটি।


আজ খুব নিজের থেকে নিজেকে সরিয়ে নিতে ইচ্ছে করছে
আমার ভিতরে নামহারা মৃতদেহগুলি
দুঃখের মূর্ধা ছুঁয়ে আছে
ঘরবাড়ি ভিজে যায়, আমি দুঃখ লিখি নিকষ সরোবরে।


----------------------------------------