পৃথিবীর গায়ে লেবুর খোসা ছাড়াচ্ছি দীর্ঘকাল
একটু তিক্ত স্বাদ
পথের ধারে এক বাজিকর জীবন খেলায় মেতেছে
আকাশে তখন একটা নৌকা ভাসছে
বাজপাখির ছায়া পড়েছে সমুদ্রে
মন তোলপাড়


অন্ধকারের উৎসবে চোখ ধাঁধিয়ে গেলো
পেটের ভেতর অসহ্য শালিকের কিচিরমিচির
কে তুমি ?
দারিদ্র !


জীবনের চলমান সভ্যতার ভিতর তখন আমি
হোঁচট খাচ্ছি বারংবার
কিন্তুু তুমি ত বলেছিলে ---
সুখের রঙ্গিন তুমি দিয়ে ঢেকে দেবে মেঘ !


জন্ম মৃত্যু পাশাপাশি ..
রক্তের রং হলুদ !
উষ্ণ চায়ের কাপে লুকিয়ে থাকে স্বপ


মাঝে মাঝে দেহের ভেতর থেকে দুঃখের আঁশ ছাড়িয়ে নিচ্ছি
আমার রাস্তার তলপেটে লাথি মেরে চলে গেছে পূর্বপুরুষ


ভবিষৎ বলতে শুধুই ইতিহাস
আমার হাত ক্রমাগত ছোটো হচ্ছে
হরিবোল ধ্বনি দিয়ে কয়েকটি পিঁপড়ে একটি হাতিকে নিয়ে গেলো শশ্বানের দিকে


অবশেষে একটা শহীদ মিনারে  লেখা ছিল ..
আমি কে ?


আমি কে ! !
----------------------------------------
2/11/19(১৫কার্তিক ১৪২৬)