তোমার সাথে জোনাকি দেখা হলোনা বলেই বোধহয়
এখন আর চাঁদ ভালো লাগে না।
যদি জানতাম এটাই আমাদের শেষ দেখা?
আরেকটু বেশি সময় তোমার দিকে নিষ্পলক চেয়ে থাকতাম।
কে বলেছে প্রেম খুব সহজ?
কে বলেছে প্রেমে পড়লে মানুষ ভালো থাকে?
কই আমি তো ভালো নেই --
প্রেমে পড়লে এমন নিঃস্ব হতে হয় জানতাম না
ভালোবাসা যে মানুষকে অদ্ভুতভাবে অসহায় করে তুলতে পারে জানতাম না।
কেন জানি না আমার এখন একজন অপরিচিত মানুষ হয়ে বাঁচতে ইচ্ছা করে। আমাকে কেউ এমন একটা ঠিকানা বলে দিবে?
যেখানে কেউ আমাকে খুঁজে পাবে না, যেখানে ধনি দরিদ্র, জাতপাত, কলোফর্সা মানুষের তর্জমা নেই। যেখানে কেউ কাউকে ভালোবাসলে ঠকায় না,
এ সমাজ আমার অসহ্য লাগে, বমি আসে।
আমি খুব অপয়া, আমি খুব বিরক্ত
আমার সাথে জীবন কাটানো যায় না
দিবে?  কেউ আমাকে এমন একখানা ঠিকানা বলে?
একদিন তোমার আমাকে দেওয়া সামান্য আঘাতে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতো, হাউমাউ করে কেঁদে ফেলতাম।
একদিন আমার যাবতীয় মনখারাপ তুমি ল্যং মেরে ফেলে দিয়েছো ডাস্টবিনে। যদি জানতাম তুমি ছেড়ে যাবে
তাহলে এমন আষ্টেপিষ্ঠে জড়িয়ে যেতাম না। একদিন তোমাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব হয়ে উঠেছিল।
তুমি কস্টদিলে ব্লেড দিয়ে ফালাফালা করে কেটেছি হাতের শিরা -উপশিরা।
অদ্ভুত রকম সময় কাটিয়েছি
এ গেমে আমি তোমার কাছে হেরে গেছি
একদিন কেমন মিথ্যে করে বলেছিলে ---
"যে শহরে তুমি নেই, সে শহর আমার নয় "
তোমার কথার জ্বালে আমাকে বারবার জড়িয়েছো, আমি জলছাড়া মাছের মতো ছটফট করেছি তোমার প্রস্থানে।
ছেড়ে যাওয়ার নিয়মকানুন বড়ই অদ্ভুত
যে যায় সে বুকের ভেতরটাকে খালি করে চলে যায় -আর ফিরবে না বলেই চলে যায়।


হে ঈশ্বর আমার দমফাটা কষ্ট হচ্ছে কেন?
আমার এমন শ্বাসকষ্ট হচ্ছে কেন?
এতো মানুষের মরন হয়, আমার কেন হয়না....?
আমি মরতে চাই
তোমাকে ভুলতে চাই
আমি নিখোঁজ হতে চাই।