আমি উন্মাদ কবি, সন্মোহিত জীবনমৃত্যুর তীক্ষ শব্দের শিকারী
অগণন সিঁড়ি ভেঙ্গে শূন্যে উঠি
গ্রহ নক্ষত্রের তলপেটে ক্ষত খুঁড়ে অন্ধকার খুজি
নতুন করে সৃষ্টি করি নিষ্ঠ যোগী পুরুষ


আমি উন্মাদ কবি, অপগন্ড দেবতার চোখে চোখ রাখি
পৃথিবীর কার্নিশ জুড়ে জ্বলে ওঠে চিতা
অনুজ্জ্বল বুকে জুঁইফুল
জন্মান্ধ শরীরে কামের ঘ্রান
মগজে ক্ষতচিহ্ন ভাঙার ইতিহাস কটুস্বাদযুক্ত


আমি উন্মাদ কবি, নদীশ্মশানের কাছে নিঃস্ব হয়ে দাঁড়ায়
একযুগ সন্ধ্যার নৌকা ভাসিয়ে সহস্র ঝিনুক
আকাশে ঢালুবন, বাঁশঝাড়, তুমুল কল্পতরু
নশ্বর দেহের পাতালে পাঁচ ফুট দশ ইঞ্চির দালান


আমি উন্মাদ কবি, জলতরঙ্গের সুরে প্রেমের চিঠি লিখি নিভৃতে
গাওয়া ঘিয়ে ভাজা মিথুনমূর্তি
বুকের লোমকূপ পৃথিবীর রঙ্গমঞ্চে কয়েক মাইলের চাঁদ
ঠোঁট চিরে বিদ্বজন ঠোঁটে বর্নমালা খুঁজি।


---------------------------------------
29/8/2020(১২ভাদ্র ১৪২৭)