গাছের পাতা যেমন, তেমনি অসাড় শুকিয়ে গেছে ফ্যাকাসে স্তন,
তুমি অনায়াসে ছুঁয়ে দাও মেঘ, অন্তর্জাল
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা নদী অবয়ব।


আমিও যে প্রেম চাই
অক্ষিপলক আকাশ।


এফোঁড়ওফোঁড় বাতাস
ডিসেম্বরে বিমূর্ততা নিয়ে আসো,
চাঁদের মাঝামাঝি সৌন্দর্য।


প্রিয় গোলাপ
আমার চোখ ক্লান্ত হয়ে গেছে
বিচ্ছিন্নতা, লাঞ্ছনা আমার বুকে খরা নদী হয়ে বয়ে যাবে।


আমাকে পাখির ডানা ধার দাও, উড়ে যাবো,
ঝর্ণার নিচে দাঁড়াও, আমি বৃষ্টি হবো,
আমি তোমার গোপনীয়তার গোপন কথা হবো।


----------------------------------------
19/8/2020(০২ভাদ্র ১৪২৭)