অন্ধকারে সবাই
মেঘের অলীক প্রান্তরে পাণ্ডুলিপি কবর
মৃত সন্তান কি সেই সুক্ষ কারিগর
পৃথিবী হাটুভাঙ্গা নদী
শরীরে পাহাড় ভাঙার শব্দ
বিহ্বল নিঃসঙ্গতা হাটছে নিরন্ন পাকস্থলী ভেদ করে।


তুমি বহুদূরে
মাটির পৃথিবী জ্বলে উঠছে ফিনিক্স রূপে
বিশ্বযুদ্ধের ইতিহাস খুঁজে চলেছে অতৃপ্ত গুপ্তলিপির দগ্ধ অনল।


চিরসৌদামিনী
মর্মের আকাশে লাশের নক্ষত্র জ্বলুক গোধূলির চোখে
অস্থি কন্ডোমের পেন্ডুলাম নামিয়ে নেবো
ভার্জিনিটির তত্ত্ব সে তো ঠাকুঘরের উপন্যাস।


জাহাঁবাজ
তোমাকে লুকিয়ে দেবো সেই ব্যবিলনের ঝুলন্ত উদ্যানের রিখটার স্কেলে
পৃথিবীকে চুমু খেয়ে চলে যাবো চাকা, শূন্যের ভেতরে।


নস্টালজিক পাখি
ভালোবাসা কাগজের ইতিহাস  ছাড়া আর কিছুই না
অন্ধকারে সবাই।


----------------------------------------
14/8/2020(২৯শ্রাবন ১৪২৭)