মৃত্যু মৃত্যু মৃত্যু
মৃত্যুর কোনো সংজ্ঞা নেই
মৃত্যুর কোনো সময়জ্ঞান, পাঁজি, তিথি নেই
এলেই হলো।
আমার রক্তে মৃত্যুর দু এক ফোটা রক্ত এসে মিশেছে
কিন্তূ আমাকে নিয়ে যাওয়া কি অতোই সহজ।


কলম থেমে যাবে। কবিতার বই ফুরিয়ে যাবে
কিন্তু যে মেয়েটির মস্তিষ্কে
আমার রক্তের দু এক ফোটা মিশে
         তাকে তুমি নিঃশেষিত করবে কেমন করে।
বেনেবউ পাখি -
তাছাড়া তুমি তো দেখেছো হাত ছুঁয়ে
সব আত্মহত্যা আসলে মৃত্যু নয়।