ইদানিং প্রতিবেশিদের পিরামিড গুলো বৃষ্টিতে ভিজছে
যুদ্ধরত ঈশ্বর
ধর্ম  না জানা একটা মেয়ে অন্ধকার ভেদ করে ঢুকে গেলো মন্দিরে।


রবার্ট ব্রুসের ব্যর্থতার চোখকে  পথ দেখায়
একটা পরিশ্রমী মাকড়সা
মস্তিষ্কে রহস্যময় অক্টপাস
ভাবছি কে সেই মেয়ে !!


অবচেতনে রক্তপান করছে আমার দুঃখ
ছন্নছাড়া মেঘ
সন্ধ্যা নেমেছে বাবার জীর্ণ চোখে।


আমার গল্পে লাল শাড়ি, নীল শাড়ি
ভিজে যাচ্ছে চুল, ভিজে যাচ্ছে পিপাসার্ত ঠোঁট।
চোখের জল গড়িয়ে পড়ছে অন্যের জানলায়, অন্যের পর্দায়.।


প্রটকলে পেশাই হচ্ছে ভালোবাসা,
ধুঁধুল বাতাসের রক্তস্রাব।


বাগদত্তা মন
এভাবেও প্রেম হয় !
এভাবেও ভালোবাসা যায়
জীবন আর মৃত্যুর মাঝে মেঘের কলারটিউন...।.।


17/6/2020(০২আষাঢ় ১৪২৭)