বাবা বলে , ফিরে আয় গৃহে
        কিনে দেব যান
জানি তর মোর প্রতি অভিমান ॥
আমি বলি বিবাদ আমার তোমার সাথে ,
          তাই গৃহে ফিরবো না যে ॥
বলেছ আমায় কথা কটু ,
      ভাবিনি যা একটুকু ।
সবার সামনে ততক্ষণাত হেসে
      কেঁদেছি মোড় গৃহে এসে ।
দেখেনি তা কেও ,
      মা জানলে উঠবে জানি
মণ খারাপের ঢেউ ॥


আমি যখন কুঠিরের বারান্দায় ,
     তোমার প্রতি অভিমানের বেদনায় ।
হঠাৎ দেখি কান্ধে আমার
       হাত যে তোমার ,
বললে আমায় যত দূরে যায় না কেন ,
      আছি তর পাসে
তাকিয়ে দেখিস আকাস পানে
      ঘুম যদি না আসে ॥
কাছে আমায় পাবি তুই
         হাত বাড়বি যেই
যদি না পাস জানবি সেদিন
       আমি আর নেই ॥


বাবা আমার মুক্ত মনের
        নেই কনো রাগ ,
সংসারের অভিযানে
           সদাই থাকে চাপ ।
মুখে সর্ব মৃদু হাসি
      আর মনে বেদনার ছাপ ॥
আমি বুঝেও বুঝিনি যে
কি রা কারণ তার ॥


আমার মনের স্বাদের কথা ,
       বললাম আমি পিতারে
পিতা অতো মোর স্বাধেরও উর্ধে ॥
মস্তকে এলো চাতুর্য
    আজ রাত্র করব পিতার পকেট চৌর্য
বুদ্ধিস্ণমোত মোধান্ন রাত্রে ,
       ঢুকলাম আমি গৃহে
দেখি পিতা মোর সায়ন করে নীড়ে ॥
ণেত্রপাত করিয়া দেখি
      পকেটে একটি কাগজের টুকরো
নির্দেশাবলি পড়ে আমি
           হলাম অবাক ও নির্বাক ॥
হাঁটুর ব্যাথা বিকট
       ডাক্তার যদি না ডাকে
      বাড়বে আরও বিপদ ॥
কারণ নাকি সাইকেলেতে যেতে হয়
        বিশ কি মি ।
আমি এমন ণির্বোদ ছেলে
    বুঝেও তা বুঝিনি ॥


ভাবলাম পিতা যদি হয় অখম
  দারিদ্রতা বাজপাখির বেসে
     করবে মোদের ভখন ॥
পিতা তুমি মহান
    মোদের জন্য করেছ
            বিপুল বলিদান ॥


       🌻সুকান্ত দাস 🌻
            07/01/19