রাতের স্তনে অন্ধলিপি
নৌকাভর্তি মহাকাব্য
সমুদ্র লিখেছি তার ঊরুদ্বয়ে
কবরে বোধিবৃক্ষ গাছ
চাঁদের মাথায় যোনির ছায়াঘর, নিঃস্ব গরিব।


উন্মাদ লাভা স্রোত
কপালে বিষন্ন জ্বরের জলপটি যেন স্রোতের প্রলাপ
ঈশ্বরের সঙ্গমে
আগুন প্রসব, ন্যংটা জলে
উচ্চমার্গের নাভিমূলে ভায়োলিন আকাশ।


বিকলাঙ্গ নদী
সুঠাম কশেরুকা, ফেন্টাসি বুদবুদ
ঘোলাটে চোখে সহস্রাব্দ মেঘ
ভস্মাবৃত্ত অশরীরী ফিনিক্স
বিদ্যায়নমুখ আগুনের ফুটন্ত জরায়ু।


দস্যি ঋতুর বীতশ্লোক
জঠরে সম্মোহনী ক্ষোভ, চূর্ণ স্রোত
বিহঙ্গ যোনিতে কীটগন্ধ স্বর্ণালী দ্বারে ঈশ্বরের ভ্রূণহত্যা
ভাসানজলে সমাধিস্থ হাত, পা, মুখ
ছিন্নভিন্ন বোহেমিয়ান গিরগিটির চক্ষু...।।


---------------------------------------
21/7/2020(০৫শ্রাবন ১৪২৭)