বৃষ্টি হচ্ছে
বালিহাঁসের শহর
পৃথিবী ভাসছে ঠিক ভাইপার ফিসের মতো।


মেঘের ঐশ্বর্য আমাদের জীবন না
জমজমুখ বৃষ্টির সরুদণ্ডে খুঁজে চলেছে কবরের অস্তিত্ব।


অসমাপ্ত রাত্রি আমাদের পাঠ্য বই
গোপন অসুখে ভুগছে গাছেদের ভালোবাসা
কয়েকটি নৌকা ভাবছে ভোর হলে রমনীদের ঘাটে নৃত্য করবে।


ভার্চুয়াল মানুষ


মায়ের রক্তের স্রোতে আমাদের কবর খোঁড়া অবাস্তব হয়ে উঠলো
দিনের আলোর গভীরে চলে গেলো কোলাহল


মাটির স্তন


একঘেয়ে জীবন উৎসবের দিন গুনছে বেশ্যার মতো
আমাদের বুকের সমুদ্রে জাহাজ ভাসছে আর মা ভাবছে অসুখ।


অদূরে ফিসফিস করে কথা বলছে মাটির হাঁড়ি, কলসি
কুকুরের পেটে মদের দোকান খোলা রেখে চলে গেছে হায়নার দল।


বৃষ্টি হচ্ছে
বালিহাঁসের শহর


বৃষ্টি বলতে তোমরা কি ভাবছো জানি না
বৃষ্টি এখানে আকাশের গোপন অসুখের রক্ত।।


29/6/2020(১৪আষাঢ় ১৪২৭)