মেঘেদের বিস্ফারিত চোখে কঙ্কালসার মৃত শরীর
লক্ষ লক্ষ বৃষ্টির পলেস্তরা
কবরের মাটিতে লেখা রয়েছে অমিত্রাক্ষর ছন্দ
গীতা, কুরান নর্দমার জলে  ভাসছে
উড়ো মেঘ উড়ে যায় বুকের পাঁজর ভেদ করে।


এই অবিশ্রান্ত বর্ষায় ভাবছিলাম বজ্রপাতের নিঃসঙ্গতা
মাতৃপিতৃহীন শিশুরা মাথা দিয়েছে ট্রেনের চাকায়
সীমান্তে শ্মশানের চুল্লি থেকে মাংস হয়ে এলো
মস্তিষ্কে উত্তেজনা বাড়ছে ঠিক নারীর মতো।


একটা বিষাক্ত সাপ গোপনে চলে গেল পা টিপে টিপে
রক্তে ভেসে গেল পৃথিবীর মানচিত্র
অরনি ভাবছে পেন্ডুলামের কথা
তখনো আগুন জ্বলবে জলের তলায়।


দুটো বেসামাল চিলের ঠোঁটে পৃথিবীর সর্বনাশ
ভয় হচ্ছে, গোধূলির শিশুসূর্যকে চির রাত্রির নিধান ডুবিয়ে দেওয়ার
তেলচিটে থালায় পৃথিবী ঘুরছে
আর মানুষ গোল্ডফ্লেক সিগারেটের মতো ফুরিয়ে যাচ্ছে।


22/6/2020(০৭আষাঢ় ১৪২৭)