তারপর-
তারপর সমস্ত শরীরে লেগে যাবে রেফারির হো হো শব্দের প্রশ্বাসটুকু
সেদিন সারারাত ধরে চলছিল আমাদের মৃত শরীরের ডিগবাজি
চকিত চকিত মুখ --ধর্মের সুড়সুড়ি।
এই কুচকাওয়াজ সেরে নাও অরোভিল
আমাদের ক্রীতদাস হয়ে ওঠা ছাড়া কোনো পথ নেই আর।


শুকনো ধুলো মাখি গায়ে, মুখে মাখি কাদা
এই বেড়াডিঙ্গানো দৌড়ঝাপে তোমার থাকার মাঝে না থাকার কথা ভাবি
প্রতিটি মুহূর্তে তুমি পরাভূত সৈনিকের চোখ
অর্ঘ্য হাতে --তুমি সাবাল করো চণ্ডালিনী
এইটুকু আশ্বাস পেলে সব কিছু লন্ডভন্ড করে চলে যাবো
এইটুকু বিশ্বাস পেলে যুদ্ধ রুখে দিতে পারি সহজেই --


দ্বিধায় পড়েছে হাতদুখানা
আমার শরীরে কেরোসিন ঢেলে দাও নায়েব
আমি ছাই হতে চাই
আমি ফিনিক্স হতে চাই -
সব প্রশ্ন ফেলে রেখে আচম্কিতে চলে যেতে চাই -না ফেরার পথে।