আমার এক একটা রাত পেরিয়েছে
মৃত্যুর মধ্যে দিয়ে ।
চোখের সামনে স্পষ্ট হয়
অহরহ দীর্ঘশ্বাস
খুব চেনা একটা মুখ
বোবা ঘড়ির অসহায়তা , ব্লাড প্রেসার ।


ময়নাতদন্তের রিপোর্ট লেখা ছিলো শুধুই
অক্লান্ত পরিশ্রম ।


আমার বেডরুমের টুকরো আলো ঢোকার রাস্তায়
রোজ তার জীর্ণ শরীর টার দিকে চোখ আটকে গেছে অপলক ।


একদিন সেই রাস্তায় ঢুকে এলো শোক আর বিষন্নতা ,
অপলক দেখেছি চাঙ্গারি বোনা তৃষ্ণায় ...


জঠরে হায়ানার দল ,
রোজ মাটির বক্ষচিরে গড়েছে সোনা ।


এই ক্ষুদ্র জীবনের নাম ভালোবাসো ,
আর ভালোবাসার অপর নাম চোখের জল ॥
_________________________
19/4/2020(০৬বৈশাখ ১৪২৭)