চল হারিয়ে যাই  নাম না জানার দেশে
যেখানে দুঃখরা ঘায়েল করে না
জন্ম দেয় না কোনো হতাশার।


চল হারিয়ে যায় হাজার রঙের প্রদীপ জ্বেলে আঁধারের ভাঁজে
চল হারিয়ে যাই হৃদপিন্ডে আঁচড় কেটে পাখি হয়ে।


চল হারিয়ে যাই  যেখানে ঝুম বৃষ্টি টিনের চাল
অথবা ঝুলে পড়া বাগান বিলাসের ডালে।


চল হারিয়ে যাই  ধুকে ধুকে মরা দগ্ধ্তা পাঁজর ভেঙ্গে দীর্ঘশ্বাস হয়ে।
যদি কেউ আমাদের নীরবতার ভাষা না বুঝে
তবে তুই আর আমি হবো হাজারো ভাষার বিশেষজ্ঞ।


চল হারিয়ে যাই সন্ধ্যে বেলার শঙ্খ হয়ে
দুহাতে জড়িয়ে ঠোঁটে গরম নিঃশ্বাসে বাজবো দুজন।


চল হারিয়ে যাই গ্রীষ্মের প্রখর রোদে হঠাৎ আসা বাঁধভাঙা মেঘের সাথে
বৃষ্টি হয়েই ঝরবো রোদ্দুরে মিশে
ছড়িয়ে দিতে প্রেমের নামের আতর।


চল হারিয়ে যাই জানলা দিয়ে তুই আমাকে জড়িয়ে ধরে
বলবি  বাঁধটাও হঠাৎ ভাঙ্গে যদি
মেঘ কাটিয়ে বাঁধ সারাতে
তুই -ই আমার ইচ্ছে নদী।


চল হারিয়ে যাই যেখানে তোর নামেই চিঠির উজান আসে
বৃষ্টি ভেজায় একবুক
মাতাল হয়ে মন ভোলায়, হাওয়া টাই যে দেই সুখ।


চল হারিয়ে যাই....
চল হারিয়ে যাই......
---------------------------------------
--22/8/2020(০৪ভাদ্র ১৪২৭)