ঘুমের ঘোরে শত্রুকে ছুরিবিদ্ধ , এঁদো জরায়ুর গন্ধ
দাহ্য হয় গ্রীবা ও পাঁজর, ভ্রূণে লালবাতি
নিশীথের তনু চোষা মহামারী
আলোড়ন ওঠে পরিশীল জলে.।


ফুলেল সৌরভে উড়ে আসে স্পার্টাকাস যোদ্ধা
আত্মমগ্ন মৃত্যু আঁকা শ্মশান যেন অজস্র নিরন্ন মানুষের হাহাকার
জীবনে চলতে থাকে পিথাগোরাসের থিয়োরেম
বুকে বিদ্যুৎদাগ অশ্রু।


ষোড়শী মেঘের অবগাহনে বিভীষিকাময় মঞ্চ
আকীর্ণ তরঙ্গের উত্তাল প্রান্তর
বরফের মতো স্নিগ্ধ প্রেমের পল্লবি নিরালায় আত্মহনন
গাম্ভীর্যের ব্যালকনিতে বসে একা।


আমাকে উড়িয়ে দাও, পুড়িয়ে দাও
সহস্র নক্ষত্রের আলোয় অথবা সপ্তাকাশের স্বপ্নীল ঢেউয়ে
উপন্যাস তবু শেষ নেই,  অন্তহীন স্বপন নেই
আছে শুধুই বুক ফাটা আর্তনাদ আর সন্ত্রস্ত ধিক্কার।।


---------------------------------------
29/7/2020(১৩শ্রাবন ১৪২৭)