তোমার আর আমার মধ্যে একটা দীঘি পাশ ফিরে শুয়ে,
সে জল শুধু পানীয়
সে জলে এতো গভীর বেদনা কেন?
সে জলে এতো উচ্ছাস, এতো মেটামরফসিস কেন?
দীঘি তোমার নাভি ছুঁয়ে আছি
                     মাংসাশী হাওয়া
আমাদের প্রত্যেকের বুকের ভেতর এমনিই একটা দীঘি থাকে।
যাদের বুকে ফুটো নেই
যাদের মুখে জিভ নেই
জল জল '--বলে চেঁচিয়ে মরছে ওরা
ওদের একটু জল দাও।


আসলে আমার আর তোমার সম্পর্কের মধ্যে সম্বল বলতে শুধুই একটা দীঘি।