ডুবো জাহাজ
নিথর শরীর ঝুকে গেছে তরঙ্গহীন হ্রদে
কৃষ্ণচূড়ার বিয়োগফল মনখারাপের কোলাব্যাঙ


অনুষঙ্গ আকাশ
নষ্ট ধানক্ষেত


আত্মশ্লাঘা সূর্যের নিরুত্তাপ
একঝাঁক চিৎকার অনাহারের কন্ঠে


কতদিন নিভৃতে অর্ধনগ্ন শরীরের কথা শুনিনি
এক পৃথিবী অন্ধকার আমার বুকে


একান্নবর্তী মরশুমে মেঘ বাঁক তৈরি করে এগিয়ে যাচ্ছে সমুদ্রে
করিডোরে বুলেটের ফর্মুলা


উপন্যাসের পাতায় পাতায় দুঃখ, শোক
বাতাসের হাতে dslr


সব মুষ্যত্ব বিষন্ন বাড়িটার দিকে ছুটছে
নিজেকে পুড়িয়ে যে আনন্দ, সুখ তা আর কোথায়


ডুবো জাহাজ সেই ভালোবাসা


মানুষহীন ধর্মস্থান ঠিক নারীহীন প্রেমিকের মতো
বিকেলের উদাসিনতা আশ্চর্য শ্যাওলা মেঘ


জমজ মানুষের স্তনে জমজ দুর্বলতা
তীরে পরে রয়েছে সেই ডুবো জাহাজের ওড়না।।