দিন গড়িয়ে গেল --
অন্ধকারের বৃত্ত এসে পড়েছে বুকে।
আরো নিচু করি ঘাড়
আরো নিচু করি হাত।


তুমি দাঁড়িয়ে আছো
আমার ঘাম হচ্ছে খুব
দুজনার রয়েছে নীরবতা
দুজনে চলেছি শব্দহীন।


কেউ  কবিতা লিখছে
কেউ গান গাইছে
কেউ বই পড়ছে
আমাদের শিল্প করে কাজ নেই
এসো আমরা মুখোমুখি বসি
মোম কাগজ জ্বালিয়ে দিই।


আ !চাঁদ এখনো আমাদের হাতে হাত রাখা বাকি
আমাদের মাঝখানে এখন একটাই শব্দ স্থির ---
জলতরঙ্গের।


রাত গড়িয়ে গেল
তোমার বৃত্ত এসে পড়েছে মুখে
আরো নিচু করি চোখ
আরো নিচু করি মন।
---------------------------------------
5/5/2021