এমনকি আমি এই গোধূলি হারিয়েছি
পৃথিবীতে নীল রাত্রি নিমজ্জিত হওয়ার সময় ,
এই সন্ধায় কেউ আমার হাত ধরেনি ।


আমি আমার জানলা থেকে দেখেছি
দূর পর্বতের চুড়ায় সূর্যস্তএর ফিয়েস্টা।


মাঝে মাঝে একটুকরো রোদ
আমার হাতে মুদ্রার মতো জ্বলে ওঠে ।


সেই দুঃখের সাথে আমার
আত্মা মিশে গিয়েছিল তোমার মনে আছে ,


তখন তুমি কোথায় ছিলে?
আর কে ছিলো ?
কি বলছিলো ?


হঠ্যাৎ কেন তোমার পুরো ভালোবাসা আমার উপরে আসবে ?
যখন আমি দুঃখ এবং নিজেকে দূর অনুভব করি ।


বইটি সর্বদা গোধূলির সময় বন্ধ ছিলো
এবং আমার নীল সোয়েটার টি আমার পায়ে
আঘাতকারী কুকুরের মতো ঘুরছিলো ।


সর্বদা , সর্বদা তুমি সন্ধ্যের মধ্যে দিয়ে ফিরে যাও
গোধূলি মোছা প্রতিমাগুলির দিকে ॥


__________________:::::::__
30/3/2020(১৬চৈত্র -১৪২৬)