কলসি কাঁখে নিঃশব্দে বাড়ি ফিরছে নিরস্ত্র সৈনিকের লাশ
রক্তের উপত্যকা
লাল নদী ছুটছে ছাইরঙা মেঘের সাথে


তালপাতার বাঁশি বাজিয়ে কতবার জন্ম দিয়েছি উন্মাদ কবিতা
পাতালে ঘুড়ি ওড়াচ্ছে নস্টালজিক পাখি
এখনো চলছে যুদ্ধের তীক্ষ ইঁদুর


মানুষ সভ্যতার কুকুরের পায়ের নিচে বসে দীর্ঘ শ্বাস ফেলছে
একজন মা তার জ্যান্ত শিশুকে কবর দিয়ে বাড়ি ফিরছে
আর কাটা লাশ গুলো ভেসে যাচ্ছে চোখের জলে


অলৌকিক ম্যাজিসিয়ান


বেশ্যার শ্লেটে হিজিবিজি প্রেম, বাঘের গর্জন
মুরগি একাই যুদ্ধ ঘোষণা করছে গায়ে সন্ধ্যা মেখে
কেউ কেউ বলছে আমাদের ধ্বংসের যোনিমুখ স্বাধীন


কিসের এতো যুদ্ধ?


নক্ষত্র খচিত পরকীয়া
শেকলবদ্ধ লাস ভেগাস
তৃষ্ণার্ত ঘোড়াগুলো ছুটে চলে শ্মশানের চুল্লির দিকে।।


-------------------------------------
11/10/2020(২৬আষাঢ় ১৪২৭)