একদিন কবর হবে  আমাদের বাসস্থান
খানাখন্দ আর রাত্রির ছায়া
দৃষ্টির ভেতরে সুদূরপ্রসারী।


শুধুই জলের নৈঃশব্দ আর পৃথিবীর রহস্যের মতো অন্ধকার
আমরা সবাই শোকের মিছিলে কাটা কাটা মেঘ
মগ্ন হৃদয় মহীরুহের নিকটে দাঁড়াই।


ভিখারি মেঘ
আকাশে ট্রেন ছুটছে হাওয়ার তলপেটে
কি কঠিন ছিলো আমাদের যাত্রা।


অরণ্যে থামেনি ঝড়
কবরে ফোটেনি ফুল
এমন ছিলো আমাদের জীবন।


আরো কিছুক্ষণ না হয় কাঁদতাম বদ রক্ত না হয় হতো সমুদ্র
পশুরাও বসেছে ধর্নায়
অদূরে প্রেমিকা কাঁদছে
শোকার্ত তাজমহলের মতো অভিমানী চাঁদ।


---------++++++-------------------
14/9/2020(২৮ভাদ্র ১৪২৭)