আমিও স্বপ্নের কাছে আসি
নিঃস্ব হই
স্বপ্ন দেখতে কোনো টাকাপয়সা লাগে না
শরীর নড়বড়ে হলেও স্বপ্ন মরে না।


স্বপ্ন এক প্রাণঘাতী নেশা
সারাদিন বাবা লাঙল টেনে এসে সে স্বপ্নে মুখ ডুবিয়ে বসে
মা শুধু কাপড়ে এক আঁজলা ঘাম মুছে নেয়।


আসলে আমাদের সম্বল বলতে শুধুই
আমাদের স্বপ্ন
যে স্বপ্নে আগামী
যেসব স্বপ্নের কথা তোমরা ভাবছো তা নয়
স্বপ্ন এখানে আমাদের মৃত্যুর পরে কবরে জল দিতে পারা --
আর এক শালিকের আত্মাভিমান বোঝা।