বুকের ভেতরে সুদীর্ঘ হাত ঢুকিয়ে দেখা যায় মরচে ধরা মেঘ
শোকের তরবাড়িতে বিচূর্ণ প্রেম
স্তমিত হয় জলের গভীরে মাছেদের কান্না


আমি যতবার শাস্ নিয়েছি মনে পড়েছে তোমার কথা
গায়ে আতরের গন্ধ
ক্ষধারত চাষীরা চাষ করছে ইতিহাসের পাতায় পাতায়


একবিন্দু রক্তের তৈরি হওয়া অলৌকিক নদীর ওপরে ভাসছে পৃথিবীর স্তম্ভ


কি ভাষায় প্রাথনা জানায় আততাযি ঝড়কে
জীবন পরিযায়ী পাখি ছাড়া আর কিছু না...


2/6/2020(১৯jeishtho ২৪২৭